বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর সভাপতিত্বে ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রওশান আরার সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন রিভারাইন পিপুল এর সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের সহকারী সম্পাদক শেখ রোকন।
তিনি বলেন, ‘নদী শুধুমাত্র আমাদের জীবিকা, অর্থনীতির গঠন নয়, আমাদের ইতিহাসেরও নির্মাতা।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলের পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সভাপতি ড. কাজী খলিকুজ্জামান আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মুইত, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসিম উদ্দিন প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিসংখ্যান বিভাগের সভাপতি আলতাফ হোসেন রাসেল।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
আরএ