ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ইবিতে নদী অর্থনীতি উন্নয়ন বিষয়ে সেমিনার

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
ইবিতে নদী অর্থনীতি উন্নয়ন বিষয়ে সেমিনার ছবি-বাংলানিউজ

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে নদী অর্থনীতি উন্নয়ন বিষয়ক সেমিনার ‘রোল অব ইউনিভার্সিটি টু প্রমোট রিভার ইকোনমি’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও অর্থনীতি বিভাগের যৌথ আয়োজনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর সভাপতিত্বে ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রওশান আরার সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন রিভারাইন পিপুল এর সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের সহকারী সম্পাদক শেখ রোকন।

তিনি বলেন, ‘নদী শুধুমাত্র আমাদের জীবিকা, অর্থনীতির গঠন নয়, আমাদের ইতিহাসেরও নির্মাতা।

আমার স্বৈরাচার রুখেছি, অগণতান্ত্রিক সরকার রুখেছি। আমি বিশ্বাস করি, বাংলাদেশের নদী আন্দোলনও আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা যেদিন জেগে উঠবেন, নদী আন্দোলনে সম্পৃক্ত হবেন। সেদিন নদীরা জেগে উঠবে, নদীর অর্থনীতিও জেগে উঠবে। ’

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলের পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ)  সভাপতি ড. কাজী খলিকুজ্জামান আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মুইত, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসিম উদ্দিন প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিসংখ্যান বিভাগের সভাপতি আলতাফ হোসেন রাসেল।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।