ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পাহাড়ের মানুষের মানোন্নয়নে সহায়তা দেবে ইউএসএইড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
পাহাড়ের মানুষের মানোন্নয়নে সহায়তা দেবে ইউএসএইড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙমাটি: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও এ অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএইড) সহায়তা অব্যাহত রাখবে।

রাঙামাটি ও বান্দরবান সফরের প্রথম দিনে সোমবার (১২ মার্চ) দুপুরে রাঙামাটি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেমলিয়ানা পাংখোয়ার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় ইউএসএইড’র বাংলাদেশ মিশন প্রধান জেনিনা জারুজেলস্কিসহ সংস্থাটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে মার্কিন রাষ্ট্রদূত চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায়ের সঙ্গে তার রাজ কার্যালয়ে ঘণ্টাব্যাপী সাক্ষাত করেন। এছাড়া রাঙামাটির ইউএনডিপির কার্যালয় পরিদর্শনসহ রাঙামাটি জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার সঙ্গে সন্ধ্যায় বৈঠকের কথা রয়েছে তার।

জেলা পরিষদের চেয়ারম্যান কক্ষে ঘণ্টাব্যাপী বৈঠকে পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের জীবন মান উন্নয়নে চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও পার্বত্য পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

এ সময় বৈঠকে রাঙামাটি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেমলিয়ানা পাংখোয়া, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সাদেক আহামদসহ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।