সোমবার (১২ মার্চ) দুপুরে জেলা সদরের আলীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শওকত হাসানের মেহগনি বাগান থেকে ওই নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করে পুলিশ। আঞ্জু একই ইউনিয়নের আলাদীপুর ব্রিজ এলাকার আকবর খানের স্ত্রী।
নিহতের ছেলে রাহাত খান (২৯) বাংলানিউজকে বলেন, আমার মা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায়ই তিনি বাড়িতে থাকতেন না। পরশুদিন দুপুরে আমি মাকে বাড়ি থেকে বের হয়ে যেতে দেখি। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। প্রায়ই তিনি বাড়িতে না থাকায় এবার তাকে খোঁজাখুজিও করা হয়নি। দুপুরে মায়ের মরদেহ পাওয়া গেল।
ইউপি চেয়ারম্যান শওকত হাসান বাংলানিউজকে বলেন, দুপুরে আশপাশের শিশুরা বাগানের মধ্যে ওই নারীর মরদেহ দেখতে পেয়ে আমাকে জানায়। এরপর আমি বিষয়টি থানায় জানাই।
রাজবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন ভূঁইয়া বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, ওই নারীকে তার পরনের কাপড় দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহের ১৫-২০ হাত দূরে চারটি ব্যবহৃত কনডম এবং কিছু তাস পড়ে থাকতে দেখে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় জুয়াড়ুরা ওই নারীকে ধর্ষণ করার পর হত্যা করেছেন।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এসআই