সোমবার (১২ মার্চ) বিকেল ৩টার দিকে শহরের টাউন হল বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালনের পর সংগঠনটির নেতারা এ ঘোষণা দেন।
মানববন্ধনকালীন সমাবেশে মালিক-শ্রমিক নেতারা বলেন, ‘বরগুনা থেকে বরিশাল সড়কের চান্দখালী এবং সুবিদখালী পয়েন্টে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নামে যাত্রীবাহী বাস থেকে প্রকাশ্যে চাঁদাবাজি চলছে।
বরগুনা জেলা পরিবহন শ্রমিক সংগঠনের নেতাদের দাবি, এ সমস্যার সমাধান না হলে আগামী ১৪ মার্চ থেকে বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেবে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
সুবিদখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দীক অভিযোগ অস্বীকার করে বাংলানিউজকে বলেন, আমার কোনো পরিবহন শ্রমিক সংগঠন নেই, কারা এ কাজ করছে আমি খোঁজ নিয়ে দেখবো। যদি কারো এ ধরনের কাজে সম্পৃক্ততা পাওয়া যায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মানববন্ধনে জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি গোলাম মোস্তফা কিচলু, সাধারণ সম্পাদক মো. ছগির হোসেন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দীন সাবু প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
আরবি/