ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চীনের কাছে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
চীনের কাছে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ শাহরিয়ার আলমের সঙ্গে রাষ্ট্রদূত ঝাং জুও-এর সাক্ষাৎ-ছবি-বাংলানিউজ

ঢাকা: চীনের কাছে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ সহযোগী দেশ। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আমরা একসঙ্গে কাজ করে যাবো।

সোমবার (১২ মার্চ) বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ শেষে বাংলাদেশে চীনের নতুন রাষ্ট্রদূত ঝাং জুও সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করেন।

সেই সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি হয়। তার আলোকে দুই দেশ এগিয়ে যাবে।

গত ১২ ফেব্রুয়ারি নবনিযুক্ত রাষ্ট্রদূত ঝাং জুও বাংলাদেশে আসেন। ১৪ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি লেটার অব ক্রেডেনশিয়ালের কপি উপস্থাপন করেছেন।  

রোহিঙ্গা ইস্যুতে প্রশ্ন করা হলে রাষ্ট্রদূত জানান, তিনি আগামী ২১ মার্চ বেলা ১২টায় দূতাবাসে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। সেখানে সব প্রশ্নের উত্তর দেবেন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
কেজেড/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।