সোমবার (১২ মার্চ) বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ শেষে বাংলাদেশে চীনের নতুন রাষ্ট্রদূত ঝাং জুও সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করেন।
গত ১২ ফেব্রুয়ারি নবনিযুক্ত রাষ্ট্রদূত ঝাং জুও বাংলাদেশে আসেন। ১৪ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি লেটার অব ক্রেডেনশিয়ালের কপি উপস্থাপন করেছেন।
রোহিঙ্গা ইস্যুতে প্রশ্ন করা হলে রাষ্ট্রদূত জানান, তিনি আগামী ২১ মার্চ বেলা ১২টায় দূতাবাসে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। সেখানে সব প্রশ্নের উত্তর দেবেন।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
কেজেড/আরআর