সোমবার (১২ মার্চ) বিকেল ৪টায় এ আগুনের সূত্রপাত হয়। এরপর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পাটের গোডাউনের মালিক মো. নুরু মিয়া বাংলানিউজকে বলেন, আমার গুদামে ১৮০০ মণ পাট ছিল। এর মধ্যে ১৫০-২০০ মণ পাট পুড়ে গেছে।
ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. ইস্রারাফিল হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা তদন্ত শেষে বলা যাবে।
** ধামরাইয়ে পাটের গোডাউনে আগুন
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮, আপডেট: ১৮৩৩ ঘণ্টা
আরবি/