ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিঙ্গাপুরে সমুদ্রবন্দর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
সিঙ্গাপুরে সমুদ্রবন্দর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সমুদ্রবন্দর পরির্শনে প্রধানমন্ত্রী

ঢাকা: সিঙ্গাপুরে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির নবনির্মিত সমুদ্রবন্দর পরির্শন করেছেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও ভারপ্রাপ্ত নৌসচিব আব্দুস সামাদ।

সোমবার (১২ মার্চ) দুপুরে সমুদ্রবন্দর পরিদর্শনের সময় সিঙ্গাপুরের বন্দর কর্তৃপক্ষের দক্ষিণ পূর্ব এশিয়ার প্রধান অং কিম পং প্রধানমন্ত্রীকে সিঙ্গাপুরের পোর্ট অটমেশন সম্পর্কে অবহিত করেন। তিনি চট্টগ্রাম বন্দর অধুনিকায়নের ব্যাপারে বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের এসব কথা জানান।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে রোববার (১১ মার্চ) দুপুরে দেশটিতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিঙ্গাপুর সফরের দ্বিতীয়দিন সোমবার (১২ মার্চ) দুপুরে তার সম্মানে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ইস্তানায় নিজ কার্যালয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করেন।  

এ সময় সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেইন লুং বলেছেন, শেখ হাসিনার সিঙ্গাপুর সফর দুই দেশের মধ্যে অংশীদারিত্বের সম্পর্ক আরো জোরদার করবে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।