সোমবার (১২ মার্চ) দুপুরে উপজেলার বিলদহর-কলম আঞ্চলিক সড়কের চামারী ইউনিয়নের সোনাপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুলসুম ওই গ্রামের মন্টু আলীর মেয়ে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. নেয়ামুল আলম বাংলানিউজকে জানান, দুপুরে বাড়ি থেকে পাশের বাজারে যাওয়ার পথে রাস্তা পার হচ্ছিল কুলসুম। এসময় একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, স্থানীয়দের সহায়তায় গাড়িসহ চালক মোতালেব হোসেনকে (৩৮) আটক করা হয়েছে। মোতালেব হোসেন জেলার গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এসআই