ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

দায়িত্ব নিলেন ময়মনসিংহের নতুন ডিসি সুভাষ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
দায়িত্ব নিলেন ময়মনসিংহের নতুন ডিসি সুভাষ কমিশনার জিএম সালেহ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান ড. সুভাষ চন্দ্র বিশ্বাস।

ময়মনসিংহ: ময়মনসিংহে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান করেছেন ড. সুভাষ চন্দ্র বিশ্বাস।

মঙ্গলবার (১৩ মার্চ) সকালে তিনি এ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে অফিস করেন।  

এর আগে, তিনি নরসিংদীর জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

সোমবার (১২ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ড. সুভাষ চন্দ্র বিশ্বাসকে ময়মনসিংহের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।  
 
গত ২৫ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নরসিংদীর জেলা প্রশাসক (ডিসি) ড. সুভাষ চন্দ্র বিশ্বাসকে ময়মনসিংহের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে ময়মনসিংহের জেলা প্রশাসক ডিসি খলিলুর রহমানকে মন্ত্রিপরিষদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে পদায়ন করা হয়।  

নতুন জেলা প্রশাসক (ডিসি) ড. সুভাষ চন্দ্র বিশ্বাস ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি চাকরিতে যোগদান করেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ঠাকুর মালিথিয়া গ্রামে। ইতোপূর্বে তিনি ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮ 
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।