মঙ্গলবার (১৩ মার্চ) সকালে তিনি এ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে অফিস করেন।
এর আগে, তিনি নরসিংদীর জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সোমবার (১২ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ড. সুভাষ চন্দ্র বিশ্বাসকে ময়মনসিংহের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
গত ২৫ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নরসিংদীর জেলা প্রশাসক (ডিসি) ড. সুভাষ চন্দ্র বিশ্বাসকে ময়মনসিংহের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে ময়মনসিংহের জেলা প্রশাসক ডিসি খলিলুর রহমানকে মন্ত্রিপরিষদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে পদায়ন করা হয়।
নতুন জেলা প্রশাসক (ডিসি) ড. সুভাষ চন্দ্র বিশ্বাস ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি চাকরিতে যোগদান করেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ঠাকুর মালিথিয়া গ্রামে। ইতোপূর্বে তিনি ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
এমএএএম/আরআইএস/