মঙ্গলবার (১৩ মার্চ) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব-১২ এর অফিস সহকারী আনোয়ার হোসেন।
এর আগে সকালে উপজেলার বাবলাতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অফিস সহকারী আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহাম্মদ সুমনের নেতৃত্বে বাবলাতলা গ্রামে অভিযান চালিয়ে ৫ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ আজগরকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
আরবি/