দুর্ঘটনার বিষয়ে মঙ্গলবার (১৩ মার্চ) সন্ধ্যায় নেপালে সাংবাদিকরা মন্ত্রীকে প্রশ্ন করলে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আমি এখন হাসপাতালে যাচ্ছি।
মরদেহগুলো কিভাবে নিয়ে যাওয়া যাবে সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয় যোগাযোগ রাখছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, বুধবার (১৪ মার্চ) দেশটির চিফ অব স্টাফের সঙ্গে বৈঠক হবে। সেখানে আমাকে তথ্য জানানোর পর তা আপনাদের (সাংবাদিক) জানাতে পারবো। স্বজনরা কেউ মরদেহ নিতে চাইলে তা আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এবার ত্রিভুবনে ল্যান্ডিং বিপাকে মন্ত্রীকে বহনকারী বিমান
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
জেডএস