ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে রাসায়নিক মুক্ত আম উৎপাদনে প্রশিক্ষণ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
শিবগঞ্জে রাসায়নিক মুক্ত আম উৎপাদনে প্রশিক্ষণ শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাসায়নিক মুক্ত আম উৎপাদনে চাষিদের নিয়ে কৃষি বিভাগের দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৩ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মঞ্জুরুল হুদার সভাপতিত্বে শিবগঞ্জ উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান।

নিরাপদ, স্বাস্থ্য সম্মত এবং ক্ষতিকর রাসায়নিক মুক্ত আম উৎপাদনে আমচাষি ও বাগান মালিকরা এ প্রশিক্ষণে অংশ নেয়।

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের চারটি উপজেলায় এখন মুকুলের সমারোহ। আমকে ঘিরে এখন নানা তৎপরতার পাশাপাশি চলছে প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল চাঁপাইনবাগঞ্জের তিনটি উপজেলায় নিরাপদ, স্বাস্থ্য সম্মত এবং ক্ষতিকর রাসায়নিক মুক্ত আম উৎপাদনের কলাকৌশল বিষয়ক এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। ছয় দিনব্যাপী আমচাষি, বাগান মালিক ও সংশ্লিষ্টদের নিয়ে এ প্রশিক্ষণ। এরই অংশ হিসেবে তৃতীয় দিনের মতো শিবগঞ্জে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন- বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের ডক্টর মিয়া সাঈদ হাসান, ডক্টর শেখ মো. বখতিয়ার, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক ডক্টর মো. হামিম রেজা, বৈজ্ঞানিক ডক্টর মো. শফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।