ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

একরাম হত্যার রায়: 'ন্যায় বিচার পাইনি' দাবি আসামি পক্ষের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
একরাম হত্যার রায়: 'ন্যায় বিচার পাইনি' দাবি আসামি পক্ষের আসামি পক্ষের আইনজীবী আহসান কবির বেঙ্গল

ফেনী: একরামুল হক একরাম হত্যা মামলার রায়ে ন্যায় বিচার না পাওয়ার দাবি করেছেন আসামি পক্ষ।

আসামি পক্ষের আইনজীবী আহসান কবির বেঙ্গল বাংলানিউজকে বলেন, আমারা এ মামলার রায়ে ন্যায় বিচার পাইনি। কোনো সাক্ষীর সমর্থন ছিলনা আসামিদের বিষয়ে।

সে অনুযায়ী প্রত্যেক আসামি খালাস পাওয়ার যোগ্য।

আসামি পক্ষের আইনজীবী আহসান কবির বেঙ্গল বলেন, আমরা উচ্চ আদালতে যাবে। রায়ের বিরুদ্ধে আপিল করবো। আমরা আশা রাখি আসামিরা উচ্চ আদালতে গিয়ে খালাস পাবে।

মঙ্গলবার (১৩ মার্চ) বিকেল ৪টার দিকে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।  

বিকেল তিনটার দিকে জেলা ও দায়রা জজ আমিন উল হকেএ মামলার প্রধান আসামি মাহতাব উদ্দিন মিনারসহ অন্যান্য আসামিদের উপস্থিতিতে রায়ে ৩৯ জনকে ফাঁসি ও প্রত্যেককে ৫০ হাজার করে আর্থিক জরিমানা করেন। খালাস দেয়া হয় বাকি ১৬ আসামিকে।  

এর আগে ১৩ ফেব্রুয়ারি দুপুরে এ মামলায় আসামিদের জামিন বাতিল করে কারাগারে পাঠানো আদেশ দেন জেলা ও দায়রা জজ আমিন উল হক। সেদিনই রায়ের তারিখটি (১৩ মার্চ) নির্ধারণ হয়।

ফেনী জজ কোর্টের পিপি হাফেজ আহম্মদ জানান, চলতি বছরের ২৮ জানুয়ারি থেকে একরাম হত্যা মামলার টানা যুক্তিতর্ক শুরু হয়। সরকারি ও আসামি পক্ষের টানা যুক্তিতর্ক শেষে ১৩ মার্চ মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়। রাষ্ট্রপক্ষ সর্বমোট ৫০ জন সাক্ষীর সাক্ষ্য আদালতে উপস্থাপন করেছে। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অদালত এ রায় দিয়েছেন।

তিনি আরো জানান,আসামিদের মধ্যে ১৯ জন পলাতক রয়েছেন। এর মধ্যে রুটি সোহেল নামের একজন র‌্যাবের ক্রসফায়ারে নিহত হয়েছে।

২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমিস্থ বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি একরামুল হক একরামকে প্রকাশ্য দিবালোকে গুলি করে, কুপিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। পরে তাকে বহনকারী গাড়িতে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। ঘটনায় একই দিন রাতে নিহত একরামের বড় ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনারকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় একই বছরের ২৮ আগস্ট পুলিশ ৫৬ জনকে আসামি করে চার্জশিট দাখিল করে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
এসএইচডি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।