ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় দস্যু নির্মূলের আশ্বাস দিলেন বাণিজ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
ভোলায় দস্যু নির্মূলের আশ্বাস দিলেন বাণিজ্যমন্ত্রী বক্তব্য রাখছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

ভোলা: জেলেদের নিরাপত্তা এবং স্বার্থ রক্ষায় দস্যু নির্মূলের আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মঙ্গলবার (১৩ মার্চ) বিকেলে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আশ্বাস দেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভোলায় যারা ডাকাতি করবে তাদের গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও কোস্টগার্ডকেও বলা হয়েছে। কোনো ডাকাতকে ছাড় দেওয়া হবে না, তাদের জেলে পাঠানো হবে। কিছুদিনের মধ্যেই এর ফলাফল পাওয়া যাবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
 
বাণিজ্যমন্ত্রী আরো বলেন, বিগত সময়ে ভোলার নদী ভাঙন রোধে কেউ কাজ করেনি, আমরাই নদী ভাঙন রোধে ভোলা থেকে চরফ্যাশন পর্যন্ত ২ হাজার কোটির টাকার কাজ করে নদী ভাঙন রোধ করেছি, খুব শিগগিরই ভোলা-বরিশাল ব্রিজ হবে এবং গ্যাস ভিত্তিক শিল্প-প্রতিষ্ঠান হবে। সেখানে কর্মসংস্থান হবে শিক্ষিত যুবকদের।
 
মন্ত্রী আরো বলেন, ডিসেম্বর মাসেই বর্তমান সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে নির্বাচন বানচালের ক্ষমতা কারো নেই।

জেলার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, রাজাপুরের কোনো কাজ অসমাপ্ত থাকবে না। অচিরেই জনগণের দুর্ভোগ লাগবে একটি ব্রিজ নির্মাণ করা হবে। সবচেয়ে বেশি বরাদ্দ হয়েছে রাজাপুরে।

রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন পাটোয়ারী সমাবেশের সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। এছাড়াও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বক্তব্য রাখেন।

উপস্থাপনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।