মঙ্গলবার (১৪ মার্চ) রাতে বৈশাখী টিভির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, আহমেদ ফয়সাল ১১ মার্চ থেকে পাঁচদিনের ছুটিতে ছিলেন।
তারা জানান, হাসপাতালসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে আহমেদ ফয়সাল নামের কাউকে পাননি। তাই বৈশাখী কর্তৃপক্ষ পরাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশের নেপাল দূতাবাসের তথ্য অনুযায়ী আহমেদ ফয়সালের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। সন্ধ্যা ৭টার কিছু পরে বার্তা প্রধান অশোক চৌধুরী এ ঘোষণা দেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আহমদ ফয়সাল ২০১২ সালে বৈশাখী টিভিতে যোগ দেন। প্রথমে প্রযোজনা বিভাগে কাজ করলেও ২০১৪ সাল থেকে সংবাদ বিভাগে প্রতিবেদক হিসেবে কাজ করছিলেন তিনি।
বিজ্ঞপ্তিতে ফয়সলের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষ।
আহমদ ফয়সালের গ্রামের বাড়ি শরীয়তপুর। বোনের সঙ্গে ঢাকায় থাকতেন তিনি।
বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এমএ/