বুধবার (১৪ মার্চ) ভোর সোয়া ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বাংলানিউজকে ভোর ৬টার দিকে দৌলতদিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক খোরশেদ আলম জানিয়েছেন।
তিনি বলেন, ভোরের দিকে ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এতে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভোর সোয়া ৪টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
খোরশেদ আলম বলেন, এই মুহূর্তে মাঝ পদ্মায় যানবাহন ও যাত্রী নিয়ে ছোট-বড় মিলে ৫টি ফেরি আটকা পড়েছে। বাকিগুলো পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে যানাবাহন ও যাত্রী নিয়ে পারাপারের অপেক্ষায় রয়েছে।
নদী এলাকায় কুয়াশা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরি চলাচল শুরু করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৬২৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এমএ