ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে বখাটের ছুরিকাঘাতে স্কুলছাত্রী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
চাঁপাইনবাবগঞ্জে বখাটের ছুরিকাঘাতে স্কুলছাত্রী আহত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে বখাটের ছুরিকাঘাতে সাথী খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে।

বুধবার (১৪ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। সাথী চাঁপাইনবাবগঞ্জ শহরের রেলবস্তি এলাকার আব্দুস সামাদের মেয়ে ও কামাল উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, রেলবস্তি এলাকার ফাকু আলীর বখাটে ছেলে মনিরুল (২৫) দু’দিন ধরে সাথীকে উত্ত্যক্ত করছিল। বুধবার সকালে রোজিনা নামে তার এক বান্ধবীকে নিয়ে রিকশায় করে স্কুলে যাওয়ার পথে বাক্সপট্টি এলাকায় বখাটে মনিরুল তার রিকশার গতিরোধ করে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপায়।

এতে গুরুতর আহত হয় সাথী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বখাটেকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।