ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ সড়কে অবস্থান নিয়ে আন্দোলন/ছবি- শাকিল

ঢাকা: বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।

কর্মসূচির কারণে বুধবার (১৪ মার্চ) সকাল ১০টার পর পুরানা পল্টন মোড় থেকে সুপ্রিম কোর্ট কদম ফোয়ারা মোড় পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সারাদেশের ৩২৭টি পৌরসভার ১৪ হাজার কর্মী গত ১০ মার্চ থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

সংগঠনটির সভাপতি আব্দুল আলিম মোল্লা বলেন, একদফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। আমাদের বেতন-ভাতা রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়ার ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

অবস্থান কর্মসূচিতে রয়েছেন- সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক মুজাহিদুল ইসলাম তুষার, সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮ 
এমএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।