ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

উখিয়ায় মানবপাচার মামলার ৩ আসামি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
উখিয়ায় মানবপাচার মামলার ৩ আসামি আটক

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা বাজার ও ইনানী থেকে মানবপাচার মামলার তিন আসামিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বুধবার (১৪ মার্চ) ভোরে র‌্যাব-৭ এর বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন বাংলানিউজকে বলেন, আটক তিন আসামি টাঙ্গাইল সদর থানার ২০১৫ সালের ২৫ মার্চ ৩২ নম্বর মামলার এজাহারভুক্ত আসামি।

তাদের আটকে র‌্যাব শুধুমাত্র সহযোগিতা করেছে।

এদের ব্যাপারে র‌্যাবের কাছে কোনো তথ্য নেই বলেও জানান তিনি।

তবে স্থানীয়দের দেওয়া তথ্য মতে আটক তিন আসামি হলেন- রামুর খুনিয়াপালং ইউনিয়নের গোয়ালিয়াপালং এলাকার আশরাফ মিয়ার ছেলে মফিজ মিয়া ওরফে প্রকাশ মনছুর, ধোয়াপালং এলাকার আবদুল গফুর ও পেচারদ্বীপ এলাকার আবুল কালাম।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মার্চ ১৪,  ২০১৮
টিটি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।