ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কুমকুম খাতুনকে হত্যার দায়ে তার স্বামী রুবেল মালিথাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৪ মার্চ) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-প্রথম আদালতের বিচারক এবিএম মাহমুদুল হক আসামির উপস্থিতিতে এই রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত রুবেল উপজেলার কবরবাড়িয়া গ্রামের শের আলী মালিথার ছেলে।

 

মামলার বিবরণের বরাত দিয়ে কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, যৌতুকের দাবিতে রুবেল প্রায়ই তার স্ত্রী কুমকুমকে নির্যাতন করতেন। একই দাবিতে ২০১৪ সালের ২ জুন রুবেল বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে তার স্ত্রীকে হত্যা করেন। পরের দিন কুমকুমের বাবা আবদুল কুদ্দুস বাদী হয়ে মিরপুর থানায় রুবেলকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বুধবার এ রায় দেন বিচারক।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।