ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

দাবি মেনে নেওয়ায় পৌর কর্মকর্তাদের কর্মসূচি প্রত্যাহার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
দাবি মেনে নেওয়ায় পৌর কর্মকর্তাদের কর্মসূচি প্রত্যাহার সকালে প্রেসক্লাবের সামনে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের সড়ক অবরোধ-ছবি- শাকিল

ঢাকা: পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পেনশনসহ শতভাগ বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার দাবি মেনে নিয়েছে সরকার। ফলে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন পৌর কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক (কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি) মো. শহিদুল ইসলাম পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দাবি আদায়ে গত পাঁচদিন ধরে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৪ মার্চ) দুপুর দেড়টায় স্থানীয় সরকার সচিবের ডাকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আলীম মোল্যার নেতৃত্বে ১৫ সদস্যের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল সচিবের দপ্তরে বৈঠকে মিলিত হয়। বৈঠকে সচিব আমাদের বেতন-ভাতা ও পেনশন প্রদানের এক দফা দাবি মেনে নেন।  

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, মার্চ ১৪,২০১৮
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।