বুধবার (১৪ মার্চ) দুপুরে উপজেলায় চরমোনাই ইউনিয়নের বুখাইনগরে এ ঘটনা ঘটে। রিসাত ওই এলাকার রিন্টু চৌকিদারের ছেলে।
স্থানীয়রা জানান, পরিবারের সবার অজান্তে দুপুরে বাড়ির পাশের পুকুরে পরে যায় রিসাত। পরে তাকে অনেকক্ষণ না দেখে খোঁজাখুজি শুরু করলে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।
তাৎক্ষণিক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুব্রত রিসাতকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এমএস/এসআরএস