ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে পান বিক্রেতার মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
সিলেটে পান বিক্রেতার মরদেহ উদ্ধার

সিলেট: সিলেটে বিশ্বনাথ উপজেলা থেকে তাজ উদ্দিন (৩২) নামে এক পান বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার লামাকাজি সুরমা নদীর পাড় থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তাজ উদ্দিন সিলেট সদর উপজেলার ফতেহপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে এবং স্থানীয় মাহতাবপুর বাজারের পান বিক্রেতা।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১৩ মার্চ) রাতে তাজ উদ্দিন বাজার থেকে বাড়িতে না ফেরায় বুধবার স্বজনরা তাকে বাজারে খুঁজতে আসেন।
পরে স্থানীয়দের খবরে উপজেলার লামাকাজি সুরমা নদীর পাড়ে তাজের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি শামসুদ্দোহা।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।