ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মাদারগঞ্জে একই রশিতে ‘প্রেমিক যুগলের’ আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
মাদারগঞ্জে একই রশিতে ‘প্রেমিক যুগলের’ আত্মহত্যা

জামালপুর: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একই রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন এক প্রেমিক যুগল।

বুধবার (১৪ মার্চ) দুপুরে ঝাড়কাটা ব্রিজ সংলগ্ন একটি কাঠ বাগান থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- মাদারগঞ্জের নলছিয়া গ্রামের আহম্মেদ আলীর ছেলে সুজন মিয়া (২৪) ও ইসলামপুরের নোয়ারপাড়ার কালাম মণ্ডলের মেয়ে জয়া আক্তার (২২)।

মাদারগঞ্জের সহকারী পুলিশ সুপার সামিউল হক বাংলানিউজকে জানান, ঝাড়কাটা ব্রিজ সংলগ্ন কাঠ বাগান থেকে সুজন ও জয়া নামে এক তরুণ ও তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনার পরিপার্শ্বিকতা দেখে প্রেমঘটিত ব্যাপার বলেই ধারণা করা হচ্ছে। উভয়ের অভিভাবকদের থানায় ডাকা হয়েছে, তাদের কাছে জেনে বিস্তারিত বলা যাবে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।