ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারেক মিয়া (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। সে কালিকাপুর গ্রামের বাছির মিয়ার ছেলে।

হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মনির হোসেন বাংলানিউজকে জানান, তারেক বাড়ির পাশের পুকুর থেকে বৈদ্যুতিক পাম্পের মাধ্যমে জমিতে সেচের কাজ করছিল। একপর্যায়ে পাম্পে বিদ্যুৎ ছড়িয়ে পড়লে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সঙ্গে সঙ্গে তারেককে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক ডা. মিঠুন রায় তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।