ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের ময়না তদন্তে ৩ দিন সময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের ময়না তদন্তে ৩ দিন সময় বিধ্বস্ত ইউএস-বাংলার বিএস২১১ ফ্লাইট

ঢাকা: নেপালে ইউএস-বাংলার বিএস২১১ ফ্লাইট বিধ্বস্ত হয়ে নিহত ২৬ বাংলাদেশির মরদেহ ময়না তদন্ত শেষ করতে অন্তত তিনদিন সময় লাগবে। মরদেহগুলো বর্তমানে হিমঘরে রাখা হয়েছে।

বুধবার (১৪ মার্চ) নেপালের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।

তিনি বলেন, মরদেহগুলোর মধ্যে ৮ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

আগুনে পুড়ে যাওয়ায় বাকিদের চেহারা বোঝা যাচ্ছে না। যাদের শনাক্ত করা যাবে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

যাদের পরিচয় শনাক্ত করা যাবে না সেক্ষেত্রে পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ থেকে সাত সদস্যের একটি মেডিকেল টিম নেপাল যাচ্ছে বৃহস্পতিবার (১৫ মার্চ)। ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রোগীদের দেখতে এবং তাদের চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নিতে দলটি সেখানে যাচ্ছে।

বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।