বুধবার (১৪ মার্চ) বেলা ১১টা থেকে ১২টা একঘণ্টা টেকনাফের নাজিরপাড়া থেকে মিয়ানমারের প্রাংপ্রু পর্যন্ত (বিআরএম-৫ থেকে বিআরএম-৭ পর্যন্ত) যৌথ এ টহল চলে।
টেকনাফ সদর বিওপির কমান্ডার সুবেদার মো. ইব্রাহিম হোসেন বাংলানিউজকে বলেন, সৌহার্দ্যপূর্ণ সহঅবস্থানের প্রত্যয়ে নাফ নদীতে যৌথ টহল সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে ২ নং বিজিপি’র পরিচালক লেফটেনেন্ট কর্নেল মো. আছাদুজ্জামান চৌধুরী বাংলানিউজকে বলেন, ঘণ্টাব্যাপী এ যৌথ টহল সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। যৌথ টহল শেষে বেলা সাড়ে ১২টার দিকে বিজিবি সদস্যরা টেকনাফ বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটি হয়ে ফিরে আসেন।
বিজিবি’র পক্ষে সুবেদার মো. ইব্রাহিম হোসেন এবং বিজিপি’র পক্ষে নম্বর (৪) বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের পিয়েং পেও ক্যাম্পের ইনচার্জ থেইন লিন মং যৌথ টহলে নেতৃত্ব দেন বলেও জানান তিনি।
২০১৮ সালে প্রথমবারের মতো গত ৫ মার্চ নাফ নদীর শাহপরীর দ্বীপ এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যৌথ টহল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
টিটি/জিপি