বৃহস্পতিবার (১৫ মার্চ) থেকে এ স্নানোৎসব শুরু হয়। প্রতি বছরের মতো এবারো বোদা উপজেলা প্রশাসন স্থানীয় গঙ্গা মন্দির কমিটি স্নানোৎসবের আয়োজন করে।
সনাতন ধর্মমতে চৈত্রের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথির এই তিনদিনে নদীর উত্তরমুখী স্রোতে স্নান করলে পাপ মোচন হয়। দেহ-মনকে পরিশুদ্ধ করতে অনেকে পূজা-অর্চনা করেন। স্নানমন্ত্র পাঠ করে হাতে বেলপাতা, ফুল, ধান, দূর্বাঘাস, কলা ইত্যাদি অর্পণের মাধ্যমে স্নান সম্পন্ন করেন তারা। পিতা-মাতার স্বর্গবাসে এই স্নান জরুরী মনে করেন হিন্দু ধর্মালম্বীরা। স্নান উপলক্ষে শুরু হয়েছে মেলা। পূণ্যার্থী ও ভক্তদের মিলন মেলায় পরিণত হয়েছে পঞ্চগড়ের এ তীর্থ স্থান।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
এনটি