ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে বারুণী স্নান উৎসব শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
পঞ্চগড়ে বারুণী স্নান উৎসব শুরু পঞ্চগড়ে বারুণী স্নান উৎসব শুরু

পঞ্চগড়: পঞ্চগড়ে তিন দিনব্যাপী বারুণী মহাস্নান উৎসব শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মার্চ) থেকে এ স্নানোৎসব শুরু হয়। প্রতি বছরের মতো এবারো বোদা উপজেলা প্রশাসন স্থানীয় গঙ্গা মন্দির কমিটি স্নানোৎসবের আয়োজন করে।

 

সনাতন ধর্মমতে চৈত্রের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথির এই তিনদিনে নদীর উত্তরমুখী স্রোতে স্নান করলে পাপ মোচন হয়। দেহ-মনকে পরিশুদ্ধ করতে অনেকে পূজা-অর্চনা করেন। স্নানমন্ত্র পাঠ করে হাতে বেলপাতা, ফুল, ধান, দূর্বাঘাস, কলা ইত্যাদি অর্পণের মাধ্যমে স্নান সম্পন্ন করেন তারা। পিতা-মাতার স্বর্গবাসে এই স্নান জরুরী মনে করেন হিন্দু ধর্মালম্বীরা। স্নান উপলক্ষে শুরু হয়েছে মেলা। পূণ্যার্থী ও ভক্তদের মিলন মেলায় পরিণত হয়েছে পঞ্চগড়ের এ তীর্থ স্থান।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।