বৃহস্পতিবার (১৫ মার্চ) সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ তথ্য প্রকাশ করেন ইউএসএইডের অর্থায়নে পরিচালিত নবযাত্রা প্রকল্পের কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, সুশীলন, কোডেক, ওয়ার্ল্ডভিশন, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ও উইনরক ইন্টারন্যাশনালের মাধ্যমে নবযাত্রা প্রকল্পের আওতায় দক্ষিণাঞ্চলের সাড়ে আট লাখ জনগোষ্ঠীর কৃষি জীবিকায়ন ও আয়বর্ধক কর্মসূচিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা চলছে।
‘জেন্ডারভিত্তিক নির্যাতনমুক্ত শিক্ষাঙ্গন নিশ্চিতকরণ’ শীর্ষক এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবু আহমেদ, দেবহাটা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন্নাহার, নবযাত্রা প্রকল্পের কর্মকর্তা মো. আবদুস সাত্তার, লায়লা আঞ্জুমান খানম, মো. আবদুল কাদের, মো. আশিকবিল্লাহ, জাকির হোসেন, মো. হাবিবুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
টিএ