বৃহস্পতিবার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে চৌমুহনী চৌরাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার মরোধার এলাকার ইসমাইল হোসেনের ছেলে ইমন হোসেন (২৭) ও রায়পুর উপজেলার মধুপুর এলাকার সামছুল হকের ছেলে আবু ইউছুফ (৫৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ডিবি পুলিশ চৌমুহনী চৌরাস্তায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
নোয়াখালী ডিবি পুলিশের পরিদর্শক আবুল খায়ের বাংলানিউজকে জানান, আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
এনটি