ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ৩৭ প্রতিষ্ঠানে অনুদান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
চাঁদপুরে ৩৭ প্রতিষ্ঠানে অনুদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: চাঁদপুর জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও মন্দিরের উন্নয়ন কাজের জন্য ৫০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩৭টি প্রতিষ্ঠানে এ অনুদান দেওয়া হয়।  

শুক্রবার (১৬ মার্চ) দুপুরে চাঁদপুর শহরের কোড়ালিয়া রোড সাবেক সংসদ সদস্য এম সফিউল্যাহ’র বাসভবনে আনুষ্ঠানিকভাবে এসব অনুদান প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন তার মেয়ে ও জেলা আওয়ামী লীগের সদস্য সাজেদা সুলতানা কাকন।

এ সময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহছান উল্যাহ আখন্দ, দপ্তর সম্পাদক মো. শাহ আলম, কৃষি বিষয়ক সম্পাদক অজয় ভৌমিক, ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল, শহর আওয়ামী লীগ সভাপতি রাধাগোবিন্দ ঘোষ, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ফেন্সি, কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি মনীষা চক্রবর্তী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।