শুক্রবার (১৬ মার্চ) বিকেল ৩টার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৭২ ফ্লাইটে আহত মেহেদী হাসান, আলমুননাহার অ্যানি, ও স্বর্ণাকে দেশে আনা হচ্ছে।
এই খবরে বিমানবন্দরের ৮ নম্বর গেটে অপেক্ষা করছেন তাদের বাবাসহ আত্মীয়-স্বজনরা।
বিমানবন্দরে অপেক্ষারত আহত তিনজনের স্বজনদের মধ্যে রয়েছেন- মেহেদী হাসানের বাবা তোফাজ্জল হোসেন, স্বর্ণার বাবা সৈয়দ আবুল হাসান, চাচি পারভিন আক্তার, মামী রাশিদা আক্তার এবং বোন জুঁই। তাদের গ্রামের বাড়ি গাজীপুরে। এর আগে সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিএম (কমিউনিকেশন্স ও পাবলিক রিলেশন্স) কামরুল ইসলাম জানান, আহত মেহেদী, স্বর্ণা ও অ্যানিকে বিকেলে বিমানের একটি ফ্লাইটে দেশে আনা হচ্ছে। দেশে তাদের চিকিৎসার জন্য রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হবে। তাদের চিকিৎসার সব কিছুই ইউএস-বাংলা কর্তৃপক্ষ বহন করবে।
গত বৃহস্পতিবার (১৫ মার্চ) কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন স্বর্ণা, অ্যানি ও মেহেদীকে দেশে ফেরার জন্য ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
এছাড়া ওইদিনই আহত আরেক যাত্রী শাহরিন আহমেদকে ইউএস-বাংলা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।
চিকিৎসকরা বলেছেন, শাহরিনের ৫ শতাংশ ঝলসে গেছে। তিনি এখন ভালো আছেন।
গত ১২ মার্চ ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস২১১।
এতে প্লেনের ৭১ আরোহীর মধ্যে ৫১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফ্লাইটটির পাইলট, কো-পাইলট, ক্রুসহ ২৬ বাংলাদেশি আরোহী রয়েছেন।
** ফ্লাইট বিএস২১১: দেশে ফিরছেন আরও তিন বাংলাদেশি
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
এমসি/আরআইএস/এমএ/