শুক্রবার (১৬ মার্চ) দুপুরে নৌবাহিনীর রাশেদুল আলম খান সহকারী পরিচালক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, সমুদ্র মহড়া শেষে যুদ্ধজাহাজ ‘ধলেশ্বরী’ চট্টগ্রাম নৌ জেটিতে পৌঁছালে নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল বাদ্য যন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে আমন্ত্রণ জানায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ০৬ হতে ১৩ মার্চ পর্যন্ত ভারতের আন্দামান পোর্ট ব্লেয়ারে অনুষ্ঠিত বহুপাক্ষিক এ মহড়ায় ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়াসহ ৯টি দেশের ২৮টি যুদ্ধজাহাজ অংশ নেয়। মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ধলেশ্বরী’ ১৫৭ জন নৌ সদস্য নিয়ে অংশগ্রহণ করে। এ ধরণের আন্তর্জাতিক মহড়ায় অংশগ্রহণের ফলে বহিঃবিশ্বে দেশের সুনাম বাড়ানোর পাশাপাশি বহুপাক্ষিক সম্পর্ক জোড়দার হবে।
এর আগে, মহড়ায় অংশ নিতে নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘ধলেশ্বরী’ শনিবার (৩ মার্চ) বাংলাদেশ ত্যাগ করে।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
পিআর/আরআইএস/