ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে বাসচাপায় শিশুর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
বরিশালে বাসচাপায় শিশুর মৃত্যু জব্দ হওয়া ঈগল পরিবহন/ ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে এয়ারপোর্ট থানাধীন গড়িয়ার পাড় এলাকায় বাসচাপায় তাসলিমা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ মার্চ) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাসলিমা ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠী এলাকার হারুণ অর রশিদের মেয়ে।

নিহতের স্বজন ও প্রতক্ষ্যদর্শীরা জানান, তাসলিমা বড় ভাইয়ের সঙ্গে ফুপুর বাড়িতে বেড়াতে ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠী থেকে থ্রি হিইলারে (মাহিন্দ্রা) বরিশালের গড়িয়ারে পৌঁছে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী ঈগল পরিবহনের একটি বাস তাসলিমাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, ঘাতক বাসটি জব্দসহ চালককে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।