ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
নাটোরে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

নাটোর: নাটোরে ২০০ পিস ইয়াবাসহ মো. নাজির (৩৭) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

শুক্রবার (১৬ মার্চ) বিকেলে সদর উপজেলার চাঁদপুর কোরিয়াপাড়া এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে একটি লেগুনা থেকে তাকে আটক করা হয়।

নাজির রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি বরকতপুর গ্রামের আইজুল মণ্ডলের ছেলে।

নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান খান বাংলানিউজকে জানান, বিকেলে নাজির নিজ এলাকা থেকে ইয়াবা নিয়ে সিংড়ার চৌগ্রাম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল খালেকের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশে নাটোরে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টহল দল ওই লেগুনায় তল্লাশি করে ২০০ পিস ইয়াবাসহ নাজিরকে আটক করে। নাজির ইয়াবা বিভিন্ন স্থানে পাইকারী বিক্রি করে থাকেন।

এ ঘটনায় নাজির ও আব্দুল খালেককে আসামি করে সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।