গিয়ে দেখা গেল স্টেডিয়ামের ১৫ নম্বর মিডিয়া লেগ সংলগ্ন ইলেক্ট্রনিক্সের দোকানের বাইরে অগ্নিকুণ্ডলি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেল, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।
অগ্নিকাণ্ডের পরপরই ফায়ার সার্ভিস ও উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
যুব গেমসের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও বিশেষ অতিথি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এখানে আসার কথা।
তাই দুপুর ২টা’র পর থেকেই তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে স্টেডিয়ামের সব দোকানপাট বন্ধ করে দেয়া হয়। হাতে গোনা দু’একটি দোকান খোলা ছিল।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
এইচএল/এসএইচ