শুক্রবার (১৬ মার্চ) বিকেল ৩টার দিকে জানাজার নামাজের পর রাষ্ট্রীয় মর্যাদায় ধূমিহায়াতপুর ঘাসিয়াপাড়া গোরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে দুপুরে হেলিকপ্টারে করে সেনাবাহিনীর একটি দল জামালের মরদেহ শিবগঞ্জ উপজেলার ঘাসিয়াপাড়ার বাড়িতে পৌঁছে দেয়।
এসএসসি পাসের পর ২০০৫ সালে সেনাবাহিনীতে যোগ দেন জামাল। যশোরে কর্মরত অবস্থায় গত বছরের মে মাসে শান্তিরক্ষী মিশনে যান তিনি। তিন ভাই-বোনের মধ্যে জামাল ছিল সবার বড়। তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
আরএ