শুক্রবার (১৬ মার্চ) দিবাগত রাতে উপজেলার রামনাথপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পীরগঞ্জ উপজেলার ১২নং মিঠিপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনোয়ারুল ইসলাম শাহীন (৩৫) ও সাদিকুল ইসলাম (৩৫)।
পুলিশ জানায়, রাতে পীরগঞ্জ থেকে মোটরসাইকেলে করে দু'জন মাদারগঞ্জ যাওয়ার পথে রামনাথপুর ইউনিয়নের একটি নির্মাণাধীন ব্রিজ থেকে নিচে পড়ে ঘটনাস্থলে শাহীনের মৃত্যু হয়। পরে আহত সাদিকুলকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
আরআইএস/