ঢাকা: রাজধানীর আদাবর এলাকা থেকে হামিদুর রশিদ ওরফে বাপ্পী (৩৭) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-২।
শুক্রবার (১৬ মার্চ) দিনগত রাতে আদাবরের শেখেরটেক আট নম্বর সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি ফিরোজ কাউছার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাপ্পীর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
পিএম/জেডএস
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।