ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর জন্মদিনে ডিএসসিসি’র আনন্দ র‌্যালি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
বঙ্গবন্ধুর জন্মদিনে ডিএসসিসি’র আনন্দ র‌্যালি বঙ্গবন্ধুর জন্মদিনে ডিএসসিসি’র আনন্দ র‌্যালি। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে আনন্দ র‌্যালি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

শনিবার (১৭ মার্চ) ডিএসসিসি’র বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মী ও সর্ব সাধারণের অংশগ্রহণে র‌্যালিটি নগর ভবন থেকে বের হয়ে আব্দুল গণি রোড হয়ে গুলিস্তান জিরো পয়েন্ট দিয়ে আবারও নগর ভবনে গিয়ে শেষ হয়।

র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত বক্তৃতায় ডিএসসিসি মেয়র সাঈদ খোকন বলেন, ‘বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে স্বচ্ছ ঢাকা পরিচ্ছন্ন সপ্তাহ ঘোষণা করেছি।

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর উত্তম উপায় হিসেবে আমরা চাই একটি পরিচ্ছন্ন নগরী উপহার দিতে। এজন্য নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ’

নগরবাসীর উদ্দ্যেশে মেয়র বলেন, ‘আপনার আশপাশে কোথাও পরিত্যক্ত বা বর্জ্য দেখলে আমাদের হট লাইনে ফোন করুন। আমাদের হট লাইন নম্বর-০৯৬১১০০০৯৯৯। এই নম্বরে ফোন করলে আমাদের পরিচ্ছন্ন কর্মী চলে যাবে স্পটে। আপনার ফোন কল এ পরিস্কার হবে আপনার নগর। ’

প্রায় লক্ষাধিক লোকের সমাগমে এই র‌্যালি উদ্‌যাপিত হয়েছে। মেয়র সাঈদ খোকনের নেতৃত্ব র‌্যালিটি গুলিস্তান এলাকা ঘুরে নগর ভবনে এসে শেষ হয়। সকাল থেকেই পুরো নগর ভবন চত্বর লোকে-লোকারণ্য হয়ে যায়

সাদা ক্যাপ আর সবুজ টি-শার্টে পরিচ্ছন্ন ঢাকার ক্যাম্পেইন করে একটি স্বেচ্ছাসেবক সংগঠন। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শনিবার (১৭ মার্চ) থেকে আগামী শুক্রবার (২৩ মার্চ) পর্যন্ত পরিচ্ছন্নতা সপ্তাহ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
এসএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।