শনিবার (১৭ মার্চ) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে টাউন হল প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্ক ফোর্সের চেয়ারম্যান ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, পুলিশ সুপার মো. আলী আহম্মেদ খান, শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, সিভিল সার্জন শওকত হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চু মণি চাকমা প্রমুখ।
এদিকে, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন মিলাদ মাহফিল, শোভাযাত্রা, খাবার বিতরণসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করে।
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
আরআইএস/