শনিবার (১৭ মার্চ) ভোরে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের পাঙ্গাসী বাজার এলাকার একটি মার্কেটে এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ বাংলানিউজকে বলেন, বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
তিনি আরো বলেন, দোকানের সিলিন্ডারের বিস্ফোরণ ঘটার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, অগ্নিকাণ্ডে সাতটি দোকানের মালামাল ও একটি বাড়ির চারটি ঘরের আসবাপত্র পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
টিএ