ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রায়গঞ্জে অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
রায়গঞ্জে অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষতি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে অগ্নিকাণ্ডে সাতটি দোকান ও এক বাড়ির চারটি ঘর পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শনিবার (১৭ মার্চ) ভোরে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের পাঙ্গাসী বাজার এলাকার একটি মার্কেটে এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ বাংলানিউজকে বলেন, বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

পরে খবর পেয়ে সিরাজগঞ্জ ও রায়গঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে কাঠের ফার্নিচার ও গ্যাসের সিলিন্ডার ছিলো।

তিনি আরো বলেন, দোকানের সিলিন্ডারের বিস্ফোরণ ঘটার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, অগ্নিকাণ্ডে সাতটি দোকানের মালামাল ও একটি বাড়ির চারটি ঘরের আসবাপত্র পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।