শনিবার (১৭ মার্চ) ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন্স) কামরুল ইসলাম একথা জানান।
ফ্লাইট বিএস২১১: আরো ১০ মরদেহ শনাক্ত
বাংলানিউজকে তিনি জানান, দুর্ঘটনায় আহত যাত্রী মেহেদী রাশেদ রুবায়েতকে শনিবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৭২ ফ্লাইটে করে দেশে আনা হচ্ছে।
এর আগে শুক্রবার (১৬ মার্চ) রাশেদের ছাড়পত্র দেয় কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
রাশেদের আগে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস২১১ দুর্ঘটনায় একই পরিবারের আহত যাত্রী কামরুন নাহার স্বর্ণা,আলমুন নাহার অ্যানি ও মেহেদী হাসানকে ঢাকায় আনা হয়। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে বৃহস্পতিবার আহত যাত্রী শাহরিন আহমদে আনা হয়। তিনিও ভর্তি রয়েছেন ঢামেক বার্ন ইউনিটে।
গত ১২ মার্চ ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় ফ্লাইট বিএস২১১।
এতে প্লেনের ৭১ আরোহীর মধ্যে ৫১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফ্লাইটটির পাইলট, কো-পাইলট, ক্রুসহ ২৬ বাংলাদেশি আরোহী রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
এমসি/এসএইচ