ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
বরিশালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু 

বরিশাল: বরিশালে জাফর গাজী (৪৮) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। 

শনিবার (১৭ মার্চ) দুপুর ১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জাফর পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার চরহোসনাবাদ এলাকার মৃত নূর হোসেন গাজীর ছেলে।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার মো. বদরুদ্দোজা বাংলানিউজকে বলেন, শুক্রবার (১৬ মার্চ) রাতে হৃদযন্ত্রে সমস্যা দেখা দিলে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে রাতেই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ইউনিট-১ এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে দিকে তার মৃত্যু হয়। আইন অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

জাফর গাজী পটুয়াখালীতে নারী নির্যাতন ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্ধি (নং ৬৭৫০/এ) হিসেবে রয়েছে।  

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মারাত্মক উচ্চ রক্তচাপের কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।