ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
ময়মনসিংহে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় মতিউর রহমান (৬২) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

এতে বিক্ষুব্ধ রোগীর স্বজনরা ইন্টার্ন চিকিৎসকদের মারধর করেছেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ওই রোগীর দুই ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

 

শনিবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।  

কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম বাংলানিউজকে জানান, নগরীর আকুয়া এলাকার মতিউর রহমান নামের এক ব্যবসায়ী বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের আনন্দে আত্মহারা হয়ে শুক্রবার (১৬ মার্চ) দিনগত রাতে স্ট্রোক করেন। পরে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  

‘হাসপাতালে ভর্তি করানোর পর শনিবার সকালে ওই ব্যবসায়ী মারা যান। এ ঘটনায় তার স্বজনরা ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তোলেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রোগীর স্বজনরা ওই ইন্টার্ন চিকিৎসকদের মারধর করেন’।  

পরে হাসপাতাল কর্তৃপক্ষ ওই রোগীর দুই ছেলে সারোয়ার (১৭) ও মনোয়ারকে (১৫) আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।  

এসআই তাইজুল ইসলাম আরো জানান, রোগীর দুই সন্তান ইন্টার্ন চিকিৎসকদের মারধর করেনি বলে আমাদের কাছে দাবি করেছেন। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি। আলাপ-আলোচনা চলছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮ 
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।