বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ (কাপ) ও পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, লিট এয়ার এক্সপ্রেসের পাইপার ২৩ অ্যাপাচি মডেলের দু’ ইঞ্জিনবিশিষ্ট প্লেনটি নিকটস্থ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়ে যায়।
কাপ’র মুখপাত্র এরিক অ্যাপোলোনিও সংবাদমাধ্যমকে বলেন, দুই পাইলটসহ ছয় আরোহীবাহী প্লেনটি উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা লুজনের লাওয়াগ যাচ্ছিল।
পুলিশের মুখপাত্র জন বুলালাকাও বলেন, প্লেনটি পুরোপুরি চূর্ণ হয়ে গেছে এবং বাড়িটিও ভস্মীভূত হয়ে গেছে। দুর্ঘটনার পরপরই লিট এয়ারের পরিচালিত প্লেনগুলোর চলাচল বন্ধ করে তদন্ত শুরু করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
এইচএ/