ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিংগাইরে ২ সন্তানকে বিষ পান করিয়ে মায়ের আত্মহত্যা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
সিংগাইরে ২ সন্তানকে বিষ পান করিয়ে মায়ের আত্মহত্যা 

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইরে দুই সন্তানকে বিষ পান করিয়ে আত্মহত্যা করেছে মা রিনা আক্তার (২৯)। 

তবে বিষপানে আহত মেয়ে আফরিন আক্তার (৬) এবং ছেলে আব্দুল মোমিন (৪) শঙ্কামুক্ত বলে জানিয়েছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন।  

রিনা আক্তার জেলার সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা গ্রামের আবির হোসেনের স্ত্রী।

শনিবার (১৭ মার্চ) দুপুরে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রিনার মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। এর আগে শুক্রবার (১৬ মার্চ) রাত ৮টার দিকে রিনাসহ আহতদের হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পরে সেখান থেকে ছেলেমেয়ের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।  

এ ব্যাপারে ওসি জানান, পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ করেনি।  

তিনি জানান, বিষপানে আহত ছেলেমেয়েরা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। তারা শঙ্কামুক্ত।  

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।