শুক্রবার (১৬ মার্চ) রাতে র্যাব-৯ সিলেটের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে শনিবার (১৭ মার্চ) সন্ধ্যায় বিষয়টি জানানো হয়।
মশিউর রহমান বামৈ গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মমিন মিয়ার ছেলে।
র্যাব-৯ সিলেট ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, মশিউর রহমান জঙ্গি তৎপরতার অভিযোগে দায়ের করা মামলার আসামি। সম্প্রতি হবিগঞ্জ সদর উপজেলার নারায়নপুর এলাকা থেকে ছয় জেএমবি সদস্যকে নাশকতা হামলা তৎপরতার অভিযোগে আটক করা হয়েছিল। এতেও মশিউরের সম্পৃক্ততা রয়েছে নিশ্চিত হয়ে তাকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
এনটি