ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বোরহানউদ্দিনে ঘুড়ি উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
বোরহানউদ্দিনে ঘুড়ি উৎসব আলোচনা সভা

ভোলা: ভোলার বোরহানউদ্দিনে গ্রামবাংলার ঐতিহ্য ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শনিবার (১৭ মার্চ) বিকেলে বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ বর্ণাঢ্য ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. কুদ্দুস।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, খেলোয়ার কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সরোয়ার শিমুল।

হাজারো উৎসুক দর্শনার্থী উপজেলার ঐতিহ্যবাহী এ উৎসব উপভোগ করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।