দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৩১ মার্চ রাজশাহী বিভাগীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত এক কর্মী সভায় তিনি একথা বলেন।
শনিবার (১৭ মার্চ) বিকেলে মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে রাজশাহী জেলা বিএনপির উদ্যোগে এই কর্মী সভার আয়োজন করা হয়।
সভায় বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত ও কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম মার্শাল বিশেষ অতিথি ছিলেন।
জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপু কর্মী সভায় সভাপতিত্ব করেন। পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন।
সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, এখন যে প্রতিকূল পরিস্থিতিতে বিএনপি পড়েছে তা আগে কখনও পড়েনি। কিন্তু এই নির্বাচনের বছরে বিএনপি কোনো নৈরাজ্য করতে চায় না। তবে তারা বেগম জিয়াকে মুক্ত করে আনবেই।
‘তার মুক্তির দাবিতে প্রতিটি সংসদীয় আসনে এক লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহ করতে হবে। এই স্বাক্ষর ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) দেওয়া হবে। ’
খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিটি ঘরে ঘরে লিফলেট পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে দুলু বলেন, আগামী সংসদ নির্বাচনের আগে এটাই হবে বিএনপির বড় প্রচারণা।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
এসএস/এমএ